অফিসারবৃন্দ, তাহাদের ক্ষমতা ও কর্তব্য | শিশু আইন

আজকে আমাদের আলোচনার বিষয় অফিসারবৃন্দ, তাহাদের ক্ষমতা ও কর্তব্য

অফিসারবৃন্দ, তাহাদের ক্ষমতা ও কর্তব্য

 

অফিসারবৃন্দ, তাহাদের ক্ষমতা ও কর্তব্য

 

৩০। প্রধান-পরিদর্শক, ইত্যাদি নিয়োগ।-

(১) সরকার, প্রত্যায়িত ইনষ্টিটিউটের জন্য একজন প্রধান-পরিদর্শক এবং তাহার সহায়তাকল্পে সরকারী বিবেচনামতে উপযুক্ত সংখ্যক পরিদর্শক ও সহকারী পরিদর্শক নিয়োগ করিবেন ।

(২) প্রধান-পরিদর্শকের এই আইনে বর্ণিত এবং যেরূপ নির্ধারণ করা হয় সেইরূপ ক্ষমতা ও কর্তব্য থাকিবে।

(৩) প্রত্যেক পরিদর্শক বা সহকারী পরিদর্শক, প্রধান-পরিদর্শকের সেইরূপ ক্ষমতা লাভ করিবেন ও কর্তব্য পালন করিবেন যেরূপ সরকার নির্দেশ দিবেন এবং প্রধান-পরিদর্শকের নির্দেশানুযায়ী কাজ করিবেন ।

 

google news logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

৩১। প্রবেশন অফিসার নিয়োগ।-

(১) সরকার প্রত্যেক জেলায় একজন প্রবেশন অফিসার নিয়োগ করিতে পারিবেন :

তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে কোন জেলায় এইরূপ নিযুক্ত কোন ব্যক্তি না থাকে যে ক্ষেত্রে মামলা বিশেষের জন্য এই জেলায় আদালত কর্তৃক সময়ে সময়ে অন্য যে, কোন ব্যক্তি প্রবেশন অফিসার রূপে নিযুক্ত হইবেন। 

(২) প্রবেশন অফিসার স্থানীয় কিশোর আদালত অথবা সেখানে এইরূপ আদালত নাই সেখানে দায়রা আদালতের তত্ত্বাবধানে এবং পরিচালনায় এই আইনের অধীন তদীয় কর্তব্য সম্পাদন করিবেন। 

(৩) প্রবেশন অফিসার, এই আইনের অধীনে প্রণীত বিধি এবং আদালতের নির্দেশাবলী সাপেক্ষ- 

             (ক) যুক্তিসঙ্গত বিরতিতে নিজে শিশুকে পরিদর্শন করিবেন অথবা করিতে সুযোগ দিবেন ;

             (খ) লক্ষ্য রাখিবেন যে, শিশুটিকে আত্মীয় অথবা যাহার তত্ত্বাবধানে রাখা হইয়াছে তিনি মুচলেকার শর্ত পালন করিতেছেন;

             (গ) শিশুর আচরণ সম্পর্কে আদালত রিপোর্ট দিবেন ;

 

অফিসারবৃন্দ, তাহাদের ক্ষমতা ও কর্তব্য

 

             (ঘ) উপদেশ দিবেন, সহায়তা করিবেন এবং বন্ধু ভাবাপন্ন করিয়া তুলিবেন এবং প্রয়োজনে তাহার জন্য উপযুক্ত কর্মসংস্থানের চেষ্টা করিবেন; এবং 

             (ঙ) অন্য কোন নির্ধারিত কর্তব্য পালন করিবেন।

আরও দেখুনঃ

Leave a Comment