প্রত্যায়িত ইনষ্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ | শিশু আইন

আজকে আমাদের আলোচনার বিষয় প্রত্যায়িত ইনষ্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ

Table of Contents

প্রত্যায়িত ইনষ্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ

 

প্রত্যায়িত ইনষ্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ

 

১৯। ইনষ্টিটিউট প্রতিষ্ঠা ও প্রত্যায়ন।-

(১) সরকার শিশু এবং বাল- অপরাধীদেরকে গ্রহণের জন্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট প্রতিষ্ঠা ও পরিচালনা করিতে পারিবেন।

 (২) সরকার প্রত্যায়ন করিতে পারিবেন যে (১) উপ-ধারার অধীনে প্রতিষ্ঠিত নহে এইরূপ কোন প্রশিক্ষণ ইনষ্টিটিউট অথবা কোন শিশু বিদ্যালয় কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু অথবা বাল-অপরাধীগণের অভ্যর্থনার জন্য উপযুক্ত।

২০। রিমান্ড হোম।-

কোন আদালত অথবা পুলিশ কর্তৃক প্রেরিত শিশুদের আটক রাখা, রোগ নির্ণয় এবং শ্রেণী বিভাগের উদ্দেশ্যে সরকার রিমান্ড হোম প্রতিষ্ঠা এবং পরিচালনা করিতে পারিবেন।

২১। ইনষ্টিটিউট ইত্যাদি প্রত্যায়ন অথবা স্বীকৃতি দানের শর্তাবলী।-

এই আইনের উদ্দেশ্যে কোন প্রশিক্ষণ ইনষ্টিটিউট, শিল্প বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অনুমোদিত আবাসকে যে শর্তাবলী সাপেক্ষ প্রত্যায়ন অথবা স্বীকৃতি দান করা যাইবে সরকার সেই সকল শর্তাবলী নির্ধারণ করিবেন ।

২২। প্রত্যায়িত ইনষ্টিটিউট সমূহের ব্যবস্থাপনা। –

(১) নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য ১৯(১) ধারার অধীনে প্রতিষ্ঠিত প্রত্যেকটি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের জন্যে সরকার একজন তত্ত্বাবধায়ক এবং একটি পরিদর্শক কমিটি নিয়োগ করিবেন, এবং অনুরূপ তত্ত্বাবধায়ক এবং কমিটি এই আইনের উদ্দেশ্যে ইনষ্টিটিউটের ব্যবস্থাপক বলিয়া গণ্য হইবেন।

(২) ১৯(২) ধারার অধীনে প্রত্যায়িত প্রতিটি ইনষ্টিটিউট, বিদ্যালয় অথবা প্রতিষ্ঠান উহার গভর্ণিং বডির ব্যবস্থাধীন থাকিবে এবং উহার সদস্যগণ এই আইনের উদ্দেশ্যে ইনষ্টিটিউট, বিদ্যালয় অথবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলিয়া গণ্য হইবেন ।

২৩। ব্যবস্থাপকগণের সহিত পরামর্শ।

কোন শিশুকে কোন প্রত্যায়িত ইনষ্টিটিউটে প্রেরণের পূর্বে আদালত উহার ব্যবস্থাপকগণের সহিত পরামর্শ করিবেন।

২৪। প্রত্যয়িত ইনষ্টিটিউট ও অনুমোদিত আবাস সমূহে ডাক্তারী পরিদর্শন।-

সরকার কর্তৃক এতদ্‌সংক্রান্ত ক্ষমতা প্রদত্ত কোন রেজিষ্টার্ড চিকিৎসক প্রত্যায়িত ইনষ্টিটিউট বা অনুমোদিত আবাসের স্বাস্থ্য সম্মত ব্যবস্থাদি এবং উহার বাসিন্দাগণের স্বাস্থ্য সম্পর্কে প্রধান পরিদর্শকের নিকট রিপোর্ট প্রদানের উদ্দেশ্যে উহার ব্যবস্থাপক বা অন্যান্য ভারপ্রাপ্ত ব্যক্তিগণকে নোটিশ প্রদান পূর্বক বা বিনা নোটিশে যে কোন সময়ে যে কোন প্রত্যায়িত ইনষ্টিটিউট অথবা অনুমোদিত আবাস পরিদর্শন করিতে পারিবেন।

 

google news logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

২৫। সরকারের প্রত্যায়নপত্র প্রত্যাহারের ক্ষমতা।-

সরকার কোন প্রত্যায়িত ইনষ্টিটিউটের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট হইলে, উহার ম্যানেজারের প্রতি নোটিশ জারি করিয়া যে কোন সময়ে ঘোষণা করিতে পারিবেন যে, উক্ত ইনষ্টিটিউটের প্রত্যয়ন পত্র নোটিশে উল্লেখিত তারিখে প্রত্যাহার করা হইল এবং উক্ত তারিখ হইতে উক্ত প্রত্যাহার কার্যকর হইবে এবং ইনষ্টিটিউট অতঃপর প্রত্যায়িত ইনষ্টিটিউট বলিয়া গণ্য হইবে না :

তবে শর্ত থাকে যে, এইরূপ নোটিশ জারির পূর্বে প্রত্যায়িত ইনষ্টিটিউটের ম্যানেজারকে প্রত্যায়ন পত্র কেন প্রত্যাহার করা হইবে না, তাহার কারণ দর্শাইবার জন্য যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করা হইবে ।

২৬। ব্যবস্থাপকগণ কর্তৃক প্রত্যায়ন পত্র সমপর্ণ।-

কোন প্রত্যায়িত ইনষ্টিটিউটের ব্যবস্থাপকগণ, প্রধান পরিদর্শকের মাধ্যমে তাহাদের অভিপ্রায় উল্লেখ করিয়া সরকারকে ছয় মাসের লিখিত নোটিশ প্রদান করিয়া ইনষ্টিটিউটের প্রত্যায়ন পত্র সমর্পণ করিতে পারিবেন এবং তদনুসারে নোটিশ প্রদানের তারিখ হইতে ছয় মাস অতিবাহিত হইলে এবং উক্ত সময়ের পূর্বে নোটিশটি প্রত্যাহার না করা হইলে, প্রত্যায়ন পত্রের সমর্পণ কার্যকর হইবে এবং ইনষ্টিটিউটের প্রত্যায়িত মর্যাদা লোপ পাইবে ।

২৭। প্রত্যায়ন পত্র প্রত্যাহার অথবা সমর্পণের ফলাফল। –

কোন প্রত্যায়িত ইনষ্টিটিউটের ব্যবস্থাপকগণ উহার প্রত্যায়নপত্র প্রত্যাহার বা সমপর্ণ সংক্রান্ত নোটিশ ক্ষেত্রমত প্রাপ্তি বা প্রদানের তারিখের পর এই আইনের অধীনে কোন শিশু কিংবা বাল-অপরাধীকে কোন প্রত্যায়িত ইনষ্টিটিউটে গ্রহণ করিবেন না ঃ

তবে শর্ত থাকে যে উপরি উক্ত তারিখে প্রত্যায়ন পত্রের প্রত্যাহার বা সমপর্ণ কার্যকর না হওয়া অবধি ইনষ্টিটিউটে আটক কোন শিশু অথবা বাল- অপরাধীকে শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, বস্ত্র ও খাদ্য প্রদানের ব্যাপারে ব্যবস্থাপকগণের দায় দায়িত্ব যতক্ষণ সরকার অন্য প্রকার নির্দেশ প্রদান না করেন ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকিবে।

২৮। প্রত্যায়ন পত্র প্রত্যাহার বা সমর্পণের পর নিবাসীগণ সম্পর্কে ব্যবস্থা।-

কোন ইনষ্টিটিউটের প্রত্যায়িত মর্যাদা লোপ পাইলে সেখানে আটক শিশু অথবা বাল অপরাধীকে সম্পূর্ণরূপে অথবা সরকার কর্তৃক আরোপিত শর্তে খালাস দিতে হইবে অথবা এই আইনের খালাস ও বদলি সংক্রান্ত বিধানাবলী মোতাবেক প্রধান পরিদর্শকের আদেশক্রমে অন্য কোন প্রত্যায়িত ইনষ্টিটিউটে বদলি করা যাইতে পারে। 

২৯। প্রত্যায়িত ইনষ্টিটিউট এবং অনুমোদিত আবাস পরিদর্শন।-

প্রত্যেকটি প্রত্যায়িত ইনষ্টিটিউট এবং অনুমোদিত আবাস ও উহার সকল বিভাগ সকল সময়ে প্রত্যায়িত ইনষ্টিটিউটের প্রধান পরিদর্শক, পরিদর্শক অথবা সহকারী পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য উম্মুক্ত থাকিবে এবং প্রতি ছয় মাসে অন্ততঃ একবার পরিদর্শন করা হইবে ।

 

প্রত্যায়িত ইনষ্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ

 

তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে শুধুমাত্র বালিকাদের অভ্যর্থনার জন্য এইরূপ কোন ইনষ্টিটিউট থাকে এবং প্রধান পরিদর্শক এইরূপে পরিদর্শন না করেন, সে ক্ষেত্রে, সম্ভব হইলে, প্রধান পরিদর্শক কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত কোন মহিলা এইরূপ পরিদর্শন করিবেন

আরও দেখুনঃ

Leave a Comment