জেল কোড অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট 

আজকে আমরা জেলা ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করবো । যা জেল কোডের অন্তর্গত।

 

জেলা ম্যাজিস্ট্রেট  । জেল কোড
জেলা ম্যাজিস্ট্রেট  । জেল কোড

 

জেলা ম্যাজিস্ট্রেট

বিধি-৪৪। কেন্দ্রীয় কারাগার নয় এমন জেলা কারাগারের উপর জেলা ম্যাজিস্ট্রেট এর সার্বিক নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। তিনি যে কোন সময় প্রয়োজন মনে করলে কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজ দায়িত্বে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে তার কারণ কারা মহাপরিদর্শককে জানাবেন। জেল সুপার কারাগারের সার্বিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ করবেন; তবে কারা আইন, ১৮৯৪ বা তার অধীনে প্রণীত বিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়, জেলা ম্যাজিস্ট্রেটের এমন সকল নির্দেশ তিনি প্রতিপালন করবেন।

জেলা ম্যাজিস্ট্রেটের  মাধ্যম ব্যতীতই জেল সুপার কারা মহাপরিদর্শকের সঙ্গে সরাসরি পত্রালাপ করবেন এবং কারা মহাপরিদর্শক সরাসরি জেল সুপারকে তার নির্দেশ প্রদান করবেন। কেন্দ্রীয় কারাগারের ক্ষেত্রে তার জেলার সাজাপ্রাপ্ত বা বিচারাধীন বন্দীদের বিষয়ে জেলা কারাগারের মতই জেলা ম্যাজিষ্ট্রেটের সার্বিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে।

বিধি-৪৫। জরুরী ক্ষেত্র ব্যতীত, কারা আইনের ১১(২) ধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেটের কোন নির্দেশ প্রতিপালনের পূর্বে জেল সুপার প্রয়োজন মনে করলে কারা মহাপরিদর্শকের মতামত গ্রহণ করতে পারেন ।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বিধি-৪৬। জেলা ম্যাজিষ্ট্রেট জেল সুপার ব্যতীত কারাগারের অন্য কোন কর্মকর্তার উপর সরাসরি নির্দেশ প্রদান করবেন না। জেলা ম্যাজিষ্ট্রেটের সকল নির্দেশ লিখিত আকারে হবে। 

বিধি-৪৭। জেলা ম্যাজিষ্ট্রেট কারাগারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে হস্তক্ষেপ করবেন না। তিনি এমন কার্যক্রম গ্রহণ পরিহার করবেন যার ফলে অধস্তনদের উপর জেল সুপারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যেতে পারে।

বিধি-৪৮ ৷ কেন্দ্রীয় কারাগার নয় এমন জেলা কারাগার জেলা ম্যাজিষ্ট্রেট সপ্তাহে একবার ভিজিট করবেন, যদি কোন কারণে তিনি তা না পারেন, তবে তার অধস্তন কোন কর্মকর্তাকে উক্ত দায়িত্ব প্রদান করবেন। অনুরূপ ভিজিট জেলা ম্যাজিষ্ট্রেটের নির্ধারিত ভিজিটের অতিরিক্ত হবে।

বিধি-৪৯। যদি জেলা ম্যাজিষ্ট্রেট ভ্রমণ জনিত কারণে সদর দপ্তরের বাহিরে থাকেন, তবে তার পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা অনুরূপ দায়িত্ব পালন করবেন।

 

 

জেলা ম্যাজিস্ট্রেট  । জেল কোড
জেলা ম্যাজিস্ট্রেট  । জেল কোড

 

বিধি-৫০। অকার্যকর।

বিধি-৫১। যদি কাজের উদ্দেশ্যে জেল সুপার সাময়িকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রয়োজনীয়তা দেখা দেয় বা অসুস্থতার জন্যে বা অন্য কোন কারণে দায়িত্ব পালনে অক্ষম হন, তা হলে জেলা ম্যাজিষ্ট্রেট নিজেই জেল সুপারের সাময়িক দায়িত্ব গ্রহণ করবেন কিংবা সিভিল সার্জন বা ষ্টেশনের সিনিয়র সহকারী সার্জনকে দায়িত্ব প্রদান করবেন বা, যদি কোন সিভিল সার্জন বা সহকারী সার্জন না থাকেন, তা হলে নিজের অধস্তনদের মধ্য হতে একজনকে দায়িত্ব প্রদান করবেন এবং কারা মহাপরিদর্শককে তা জানাবেন। অনুরূপ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেল সুপারের সকল ক্ষমতা প্রয়োগ করবেন, তবে ১৫ দিনের বেশী না হলে বিশেষ ভাতা প্রাপ্য হবেন না । }

বিধি-৫২। যদি কোন কারাগারের জেল সুপারের পদ শূন্য থাকে বা জেল সুপার অনুপস্থিত থাকেন, বা অসুস্থতার জন্যে বা অন্য কোন কারণে দায়িত্ব পালনে অক্ষম হন, তা হলে জেলা ম্যাজিষ্ট্রেট নিজেই জেল সুপারের সাময়িক দায়িত্ব গ্রহণ করবেন কিংবা ষ্টেশনের সিনিয়র সহকারী সার্জনকে দায়িত্ব প্রদান করবেন বা, যদি কোন সহকারী সার্জন না থাকেন, তা হলে নিজের অধস্তনদের মধ্য হতে একজনকে দায়িত্ব প্রদান করবেন এবং কারা মহাপরিদর্শককে তা জানাবেন । অনুরূপ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেল সুপারের সকল ক্ষমতা প্রয়োগ করবেন, তবে বিশেষ ভাতা প্রাপ্য হবেন না।

 

জেলা ম্যাজিস্ট্রেট  । জেল কোড
জেলা ম্যাজিস্ট্রেট  । জেল কোড

 

বিধি-৫৩। অকার্যকর।

বিধি-৫৪। যখন সিভিল সহকারী সার্জন উপর্যুক্ত বিধি সমূহ মোতাবেক অনুরূপ সাময়িক দায়িত্ব প্রাপ্ত হন, তিনি তা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে পালন করবেন।

আরও দেখুনঃ

Leave a Comment