জেল কোড অনুযায়ী কারাগার পরিচালনার আইন ও বিধি সমূহ

আজকে আমরা কারাগার পরিচালনার আইন ও বিধি সমূহ সম্পর্কে আলোচনা করবো । যা জেল কোডের অন্তর্গত।

 

কারাগারের শ্রেণী বিভাগ
কারাগারের শ্রেণী বিভাগ

 

কারাগার পরিচালনার আইন ও বিধি সমূহ

বিধি-১। নিম্নোক্ত আইন এবং বিধিসমূহ কারাগার সমূহের সংস্থাপন এবং ব্যবস্থাপনা, কারাগারে বন্দী আটক রাখা এবং তাদের পরিচালনা এবং শৃঙ্খলার বিষয়াদি নিয়ন্ত্রণ করে ঃ-

  • প্রিজন্স এ্যাক্ট, ১৮৯৪ ( ১৮৯৪ সালের IX নম্বর আইন)
  • প্রিজনার্স এ্যাক্ট, ১৯০০ ( ১৯০০ সালের ।।। নম্বর আইন)
  • বেত্রাঘাত আইন,১৯০৯ ( ১৯০৯ সালের IV নম্বর আইন)
  • উম্মাদ আইন, ১৯১২ (১৯১২ সালের IV নম্বর আইন)
  • কারখানা আইন, ১৯৬৫ (১৯৬৫ সালের IV নম্বর আইন)
  • শিশু আইন, ১৯৭৪ ( ১৯৭৪ সালের XXXIX নম্বর আইন)

দেওয়ানী কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি এবং দণ্ড বিধিতে বন্দী আটক রাখা, দণ্ডাদেশ বাস্তবায়ন, আপীল, উম্মাদ এবং এ ধরনের অন্যান্য বিষয়ে যে সব বিধান রয়েছে, কারা প্রশাসন পরিচালনার জন্যে সে সব বিধানও প্ৰতিপালন করতে হবে।

 

কারাগারের শ্রেণী বিভাগ
কারাগারের শ্রেণী বিভাগ

 

নোট দেওয়ানী কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি এবং দণ্ড বিধি ব্যতীত উপরে বর্ণিত আইন সমূহ জেল কোড দ্বিতীয় খণ্ডে মুদ্রিত হয়েছে। 

টীকা-১। জেল কোড, ৭ম সংস্করণে আরো কতিপয় আইনের উল্লেখ রয়েছে, বর্তমানে সে সকল আইনের কার্যকারীতা নেই। আইন সমূহ 

  • প্রিজনার্স এ্যাক্ট, ১৮৭১ (১৮৭১ সালের / নম্বর আইন)
  • স্টেট প্রিজনার্স রেগুলেশন, ১৯১৮ (১৯১৮ সালের III নম্বর রেগুলেশন)
  • পেনাল সার্ভিট্যড এ্যাক্ট, ১৮৫৫(১৮৫৫ সালের XXIV নম্বর আইন)
  • রিফরমেটরী স্কুলস এ্যাক্ট, ১৮৯৭ (১৮৯৭ সালের VIII নম্বর আইন)
  • বেঙ্গল বোরস্ট্যাল স্কুল এ্যাক্ট, ১৯২৮(১৯২৮ সালের। নম্বর আইন)

টীকা-২। কারাখানা আইন, ১৯৩৪ এর পরিবর্তে ১৯৬৫ সালের ১লা সেপ্টেম্বর কারখানা আইন, ১৯৬৫ বলবৎ হয়েছে।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

টাকা ৩। শিশু আইন, ১৯৭৪ ঢাকায় ১৯৭৬ সালের ১১ই সেপ্টেম্বর এবং সারা বাংলাদেশে ১৯৮০ সালের ১লা জুন বলবৎ হয়েছে। উক্ত আইনের ৭৮ ধারায় চিলড্রেন এ্যাক্ট ১৯২২ এবং রিফরমেটরী স্কুলস আইন, ১৮৯৭ রহিত করা হয়েছে।

আরও দেখুনঃ

Leave a Comment