একটি মোক্তারনামা দলিলের নমুনা

আজকের আলোচনার বিষয়ঃ একটি মোক্তারনামা দলিলের নমুনা

 

একটি মোক্তারনামা দলিলের নমুনা
একটি মোক্তারনামা দলিলের নমুনা

 

একটি মোক্তারনামা দলিলের নমুনা

শিরোনামঃ সার্বিক মোক্তারনামা দলিল

পক্ষ পরিচয়ঃ

১ম পক্ষঃ

জনাব রহিম মিয়া, পিতা- তারা মিয়া, সাং-লোহাজুরা, ডাকঘর- লোহাজুরা, উপজেলা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা– চাকুরী মোক্তারনামা দাতা।

২য় পক্ষঃ

জনাব করিম মিয়া, পিতা- রবি মিয়া, সাং- জামালপুর, ডাকঘর- জামালপুর, উপজেলা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা…………..মোক্তারনামা দলিল গ্রহীতা ।

বর্ণনাঃ

পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ রেখে অত্র মোক্তারনামা দলিলের বর্ণনা শুরু করছি। যেহেতু আমি মোক্তারনামা দাতা (Principal) নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি/ডেইরী ফার্ম হতে দূরে বসবাস করছি এবং আমার শারিরীক অসুস্থতার জন্য স্বীয় শাসন সংরক্ষণে অসমর্থ হয়েছি, সেহেতু আমি দাতা আপনি গ্রহীতা আমার পরম হিতৈষী জেনে নিম্নলিখিত শর্তাবলীতে অন্য ইং তারিখে সর্বজন জ্ঞাতসারে আমার স্বত্ত্বাধীন নিম্ন তফসিলভুক্ত সম্পত্তির / ডেইরী ফার্মে শাসন সংরক্ষণের নিমিত্তে আপনাকে আমার বৈধ প্রতিনিধি বা মোক্তার (Attorney) নিয়োগ করলাম।

 

একটি মোক্তারনামা দলিলের নমুনা
একটি মোক্তারনামা দলিলের নমুনা

 

দলিলের শর্তাবলী

(১) আপনি গ্রহীতা নিম্ন তফসিলভূক্ত আমার যাবতীয় সম্পত্তি/ডেইরী ফার্মের স্বত্ত্ব, স্বার্থ সংরক্ষণার্থে দলিল, চিঠিপত্র, রসিদ পত্রাদি সম্পাদন এবং এতদবিষয়ক যাবতীয় বিরোধ নিষ্পত্তি করবেন।

(২) আপনি তফসিলভুক্ত সম্পত্তি/ডেইরী ফার্ম সম্পর্কিত দাবি, আদায়, গ্রহণ এবং এ সম্পর্কে ব্যক্তি, কোম্পানী, সমিতি, সংস্থা, কর্তৃপক্ষ বা সরকার বা অন্য কোন সংস্থার দাবি, ক্ষতিপূরণ, দুর্ঘটনা ইত্যাদি বিষয়ে যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

(৩) আপনি মিউনিসিপ্যালিটি, উন্নয়ন সংস্থা, বিমান, চেম্বার অব কমার্স, ট্রেজারী, রাজস্ব অফিস, সেটেলমেন্ট অফিস, দেওয়ানী ও ফৌজদারী আদালত আপিল আদালত আয়কর কর্তৃপক্ষ ইত্যাদিতে প্রয়োজনবোধে উপস্থিত হবেন এবং আমাকে প্রতিনিধিত্ব করবেন।

(৪) আপনি তফসিলভুক্ত সম্পত্তি/ডেইরী ফার্মের উন্নয়নকল্পে সম্পত্তি দান, বিক্রয় বন্ধক ইত্যাদিরূপে হস্তান্তর করতে পারবেন এবং এজন্য দলিলাদি সম্পাদন ও রেজিস্ট্রি করতে পারবেন।

(৫) তফসিলভুক্ত সম্পত্তি রক্ষণার্থে মামলা-মোকদ্দমা মোকাবেলা করতে এবং এজন্য এডভোকেট নিয়োগ করতে এবং তার ফিসাদি নির্বাহ করতে পারবেন।

 

google news logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

(৬) মামলা-মোকদ্দমার আরজি জবাব, দরখাস্তে ও ওকালতনামায় স্বাক্ষর করতে পারবেন এবং আপনি মামলা আপোস, নিষ্পত্তি, পরিচালনা, প্রত্যাহার এ সম্পর্কে যা ভাল মনে করবেন তাই করতে পারবেন।

(৭) আপনি তফসিলভুক্ত সম্পত্তি/ডেইরী ফার্ম সংক্রান্ত বিষয়ে বিল, মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, বণ্ড বা অন্য যে কোন জামানত গ্রহণ ও প্রদান করতে পারবেন।

আমি রহিম মিয়া নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি/ ডেইরী ফার্মের স্বত্বাধিকারী (আপনি গ্রহীতা) কর্তৃক সম্পাদিত উপর্যুক্ত শর্তাধীনে যাবতীয় কার্যাদি অত্র মোক্তারনামা দলিল দ্বারা অনুমোদন ও বহাল করলাম এবং এ মর্মে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে উপস্থিত নিম্নোক্ত সাক্ষীগণের সম্মুখে অত্র মোক্তারনামা পাঠ করে ও এর মর্ম অবগত হয়ে নিজে স্বাক্ষরে সম্পাদন করে দিলাম।

 

একটি মোক্তারনামা দলিলের নমুনা
একটি মোক্তারনামা দলিলের নমুনা

 

ইতি তারিখ… ইংরেজি …. বাংলা সনের….. বৈশাখ, ইংরেজি ……. সনের …… এপ্রিল সকাল ১১:৩০ মিঃ।
তফসিল বর্ণনা

সম্পত্তি/ডেইরী ফার্মের বিবরণ: …………….

সাক্ষীদের পূর্ণ স্বাক্ষর                                 সনাক্তকারীর স্বাক্ষর                                            দাতার স্বাক্ষর
স্থান ও তারিখ

আরও দেখুনঃ

Leave a Comment