আজকে আমরা প্রধান কারারক্ষী সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের কারা কর্মকর্তা কর্মচারীর অন্তর্গত।
প্রধান কারারক্ষী । কারা কর্মকর্তা কর্মচারী
বিধি-৩১৭। জেলারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জ্যেষ্ঠ প্রধান কারারক্ষীর উপর কারাগারের প্রশাসনের তদারকির দায়িত্ব ন্যস্ত হবে। তিনি তার অধস্তন এবং বন্দীদের এই কোড প্রতিপালন বিষয়ে তদারকী করবেন এবং তা কোন ভাবে লংঘিত হলে জেলার বা জেল সুপারকে জানাবেন।
বিধি-৩১৮। প্রত্যেক প্রধান কারারক্ষীর দায়িত্ব হবে-
(১) তার অধীনস্থ রক্ষীদের দায়িত্ব দেখাশুনা করা;
(২) তার অধীনস্থ রক্ষীদের উপস্থিতি ও শৃঙ্খলা সম্পর্কে তিনি দায়ী থাকবেন:
(৩)কোন কারারক্ষী যথাযথ ভাবে ইউনিফর্ম পরিধান না করলে প্রধান কারারক্ষী সে ব্যাপারে রিপোর্ট করবেন।
(8) রক্ষী ও বন্দী উভয় তরফ থেকে বিধি পালন কঠোর ভাবে কার্যকর করবেন এবং এর কোন প্রকার ব্যতিক্রম হলে তত্ত্বাবধায়ক ও জেলারকে অবহিত করবেন।
(৫)বিধি ১৯১ ১৯২ ও ৪৬৩ প্রতিপালন;
(৬) জেলারকে দৈনন্দিন কাজে সাহায্য করবেন;
(৭) জেলারের উপস্থিতিতে প্রত্যেকদিন সকালে ওয়ার্ড, সেল খুলবেন এবং বন্দী গণনা করবেন।
(৮) সম্ভ্রম বন্দীদের প্রত্যহ কাজ বন্টন
(৯) শ্রম বহিতে বন্দীর কাজ বন্টনের কারণ উল্লেখ করবেন
(১০) কাজের প্রয়োজনীয় মালামাল সরবরাহ করবেন
(১১) সে সব মালামাল সংগ্রহ করণ
(১২) বন্দীকে প্রদত্ত কাজ ঠিক ভাবে করেছে কিনা তা পরীক্ষা করে দেখবেন
(১৩) ড্রেন, টয়লেট বাথরুম ওয়ার্ড ও খাবার ঘরের পরিচ্ছন্নতা তদারকী করন
(১৪) গার্ড পরিবর্তন কালে বন্দী পরীক্ষা করে দেখা
(১৫) দরজা, ফ্রেম প্রভৃতি নিরাপদ কিনা পরীক্ষা করা
(১৬) পলায়নে সহায়ক দ্রব্যাদি বন্দীর নাগালের বাহিরে নিশ্চিত করা
(১৭) জেলারের উপস্থিতিতে বন্দী গণনা করে লক করা।
বিধি-৩১৯। (১) প্রহরা বদলের সময় দায়িত্ব গ্রহণকারী প্রধান কারারক্ষী তার রক্ষীদেরকে ডিউটি শুরু হবার কমপক্ষে ১০ মিনিট পূর্বে একত্রিত করবেন এবং ডিউটি পোষ্টে প্রেরণ করবেন; অতঃপর দায়িত্ব সমাপ্তকারী প্রহরী তার স্থান ত্যাগ করবেন।
(২) কারাগারের বাহিরে বন্দীদের গ্যাংয়ের দায়িত্ব পালনকালে প্রহরা বদলের সময় প্রধান কারারক্ষী বন্দীদেরকে সমবেত করবেন এবং গুণে দেখবেন তারা সকলে উপস্থিত রয়েছে কিনা এবং তা গ্যাং বইতে লিপিবদ্ধ করবেন।
বিধি-৩২০ । রক্ষীরা দুই সারিতে মার্চ করে দায়িত্বে যাবে বা দায়িত্ব শেষে ফিরে আসবে।
বিধি-৩২১ ৷ সেন্ট্রি এবং গেইট কিপার নির্দেশ মোতাবেক পরিবর্তন হয়েছে কিনা প্রধান কারা-রক্ষী তা দেখবেন। কেন্দ্রীয় কারাগারে কর্তব্যরত প্রধান কারা-রক্ষী গেইট সেন্ট্রি পরিবর্তন করবেন ।
বিধি-৩২২ । (১) প্রত্যেক প্রধান কারা-রক্ষী সাধারণত দিনের অর্ধেক এবং এক রাতের ওয়াচের দায়িত্ব পালন করবেন; এবং ওয়ার্ড, সেল এবং অন্যান্য কম্পার্টমেন্ট খোলা বা বন্ধের সময় উপস্থিত থাকবেন।
(২) দায়িত্ব এমন ভাবে বন্টন করতে হবে যাতে প্রধান কারা-রক্ষী রক্ষীদের দায়িত্ব বদলের সময় উপস্থিত থাকতে পারেন।

বিধি-৩২৩ ৷ প্রত্যেক দায়িত্ব বদলের সময় প্রধান কারারক্ষী বা গেইটম্যান মহিলা ওয়ার্ডে প্রবেশ না করে বাহির থেকে কয়েদী ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে নিশ্চিত হবেন যে সকল মহিলা বন্দী উপস্থিত রয়েছে কিনা ।
বিধি-৩২৪ ৷ (১) কোন চাবি অব্যবহৃত অবস্থায় কারো নিকট অর্পিত না থাকলে চাবি রাখার স্থানে থাকবে। উক্ত স্থান বা আলমারী দিনের বেলায় কর্তব্যরত জ্যেষ্ঠ প্রধান কারারক্ষীর দায়িত্বে থাকবে এবং রাতের বেলায় কর্তব্যরত টহল অফিসারের দায়িত্বে থাকবে।
(২) যখন কোন ব্যক্তির নিকট দায়িত্ব পালনের সময় কোন চাবি থাকবে, তখন তা একটি শক্ত চেইন দিয়ে তার শরীরের সঙ্গে আটকিয়ে রাখতে হবে।
(৩) ডুপ্লিকেট চাবি সঠিক লেবেল লাগিয়ে পৃথক আলমারীতে জেলারের দায়িত্বে থাকবে।
বিধি-৩২৫। কোন পলায়ন ঘটনার জন্যে প্রধান কারারক্ষীগণ প্রাথমিকভাবে নারী থাকবেন, যতক্ষণ না তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেন।
আরও দেখুনঃ