আজকে আমাদের আলোচনার বিষয় দ্বীপান্তর দণ্ডাদেশাধীন বন্দী
দ্বীপান্তর দণ্ডাদেশাধীন বন্দী
৩২। দ্বীপান্তরের দণ্ডাদেশ প্রাপ্ত-বন্দীদের আটক রাখিবার স্থান নির্ধারণ এবং সেখান হইতে স্থানান্তর।-
(১)সরকার বাংলাদেশের মধ্যে স্থান নির্ধারণ করিতে পারিবেন,যেখানে দ্বীপান্তরের দণ্ডাদেশ প্রাপ্ত-বন্দীদেরকে পাঠানো হইবে; এবং সরকার বা সরকারের পক্ষে ক্ষমতা প্রাপ্ত কতিপয় কর্মকর্তা,

পূর্ব হইতে অন্য অপরাধের কারণে দ্বীপান্তর ভোগরত ব্যক্তি ব্যতীত, অনুরূপ সকল ব্যক্তিকে স্থান সমূহে স্থানান্তরের নির্দেশ প্রদান করিতে পারিবেন।
(২) বাতিল ।
আরও দেখুনঃ