জেল কোড অনুযায়ী জেল সুপার । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা জেল সুপার সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

 

জেল সুপার
জেল সুপার

 

জেল সুপার । কারা কর্মকর্তা কর্মচারী

বিধি-৭০। জেল সুপার নিয়োগ- বর্তমানে কর্মকর্তা ও কর্মচারী (কারা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৮৪ প্রযোজ্য।

বিধি-৭১। কারা বিভাগের চাকরির পূর্ব অভিজ্ঞতা নেই এমন কোন কর্মকর্তাকে কোন জেলা কারাগারের সার্বক্ষণিক জেল সুপার পদের দায়িত্ব প্রদানের পূর্বে কোন কেন্দ্রীয় কারাগারে নির্বাচিত জেল সুপারের অধীনে ৬ মাস প্রশিক্ষণ গ্রহণের জন্যে প্রেরণ করতে হবে। সেখানে তিনি সকল বিভাগের কাজ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং সকল বিধি-বিধান সম্পর্কে অধ্যয়ন করবেন।

শর্ত থাকে যে, কারা মহাপরিদর্শকের সুপারিশ ক্রমে সরকার কোন বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষণের মেয়াদ কমিয়ে তিন মাস করতে পারেন। প্রশিক্ষণ শেষে সম্ভব হলে, পরীক্ষা গ্রহণের মাধ্যমে কারা মহাপরিদর্শককে নিশ্চিত হতে হবে যে প্রার্থী কারাগারের জেল সুপারের দায়িত্ব পালনের ব্যবহারিক জ্ঞান অর্জন করছেন।

তাকে কৌশলী এবং ভাল স্বভাবের লোক হতে হবে। তা না হলে এবং কোন অসদাচরণ করলে কারা মহাপরিদর্শক তাকে অপসারণের জন্যে সুপারিশ করতে পারবেন। তাকে এ সকল বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে, সময়ে সময়ে কার্যকর আইন কানুনের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং তার উপর ন্যস্ত সকল বন্দীর সাজা কার্যকর করতে হবে।

বিধি-৭২। (১) কারা মহাপরিদর্শকের আদেশ সাপেক্ষে জেল সুপার কারাগারের শৃঙ্খলা, শ্রম, ব্যয়, শাস্তি এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কাজের ব্যবস্থাপনা করবেন

(২) সরকারের সাধারণ বা বিশেষ নির্দেশ সাপেক্ষে কেন্দ্রীয় কারাগার ব্যতীত অন্য কারাগারের জেল সুপার কারা আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়, কারাগার সংক্রান্ত জেলা ম্যাজিষ্ট্রেটের এমন সকল নির্দেশ প্রতিপালন করবেন এবং তা কারা মহাপরিদর্শককে জানাবেন।

বিধি-৭৩। জেল সুপার একটি মিনিট বই (রেজিষ্টার নম্বর ১) সংরক্ষণ করবেন যাতে বাম পৃষ্ঠায় তার সকল আদেশ এবং মিনিট লিপিবন্ধ হবে। ডান পাশে নির্দেশ পালনকারী কর্তৃক কিভাবে নির্দেশটি প্রতিপালিত হয়েছে তা লিপিবদ্ধ করবেন। 

বিধি-৭৪। অকার্যকর।

বিধি-৭৫ । কারাগারের অভ্যন্তরে কোন বন্দীর কৃত অপরাধ সম্পর্কে জেল সুপার তদন্ত করবেন এবং ঊনবিংশ অধ্যায় অনুসারে শাস্তি প্রদান করবেন। তিনি নিজ হাতে সকল শাস্তি লিপিবদ্ধ করবেন এবং দেখবেন তা প্রতিপালিত হয়েছে কিনা; শর্ত থাকে যে, বন্দী শাস্তি গ্রহণের শারীরিক ভাবে সামর্থ্য আছে কিনা সে সম্পর্কে মেডিকেল অফিসারের সার্টিফিকেট প্রয়োজন হবে।

বিধি-৭৬। আরোপিত শাস্তি রেজিষ্টারে (রেজিষ্টার ১৯) রেকর্ড করা হবে এবং কারা আইনের ৫১(১) ধারা মোতাবেক সকল তথ্যাদি উল্লেখ করতে হবে। বন্দীর হিস্ট্রি টিকেটেও শাস্তি লিখা হবে। প্রত্যেক মারাত্মক কারা অপরাধের ক্ষেত্রে, যে সকল সাক্ষী অপরাধ প্রমাণ করেছে তাদের নাম রেকর্ড করতে হবে এবং জেল সুপার সাক্ষীদের সাক্ষ্যের সারবস্তু, বন্দীর জবাব এবং কারণ সম্বলিত প্রাপ্ত তথ্যাদি রেকর্ড করবেন। শাস্তি সংক্রান্ত প্রত্যেক অন্তর্ভুক্তির বিপরীতে উক্ত অন্তর্ভুক্তির সঠিকতা সম্পর্কে জেল সুপার এবং জেলার তাদের স্বাক্ষর প্রদান করবেন।

 

জেল সুপার
জেল সুপার

 

বিধি-৭৭। কারা মহাপরিদর্শক এবং পরিদর্শক বোর্ড কর্তৃক কারাগার পরিদর্শন কালে জেল সুপার তাদের সঙ্গে থাকবেন: জেলা ম্যাজিষ্ট্রেট প্রয়োজন মনে করলে তার পরিদর্শন কালেও জেল সুপার তার সঙ্গে থাকবেন ।

বিধি-৭৮। জেল সুপার প্রত্যেক দিন সকালে যথাসম্ভব সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কারাগার ভিজিট করবেন। তার প্রথম কাজ হবে, যে সকল বন্দীর সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে যথাযথ নিয়ম-বিধি অনুসরণ করে তাদেরকে মুক্তি প্রদান করা, তাদের কোন সম্পত্তি থাকলে ফেরত প্রদান করা এবং বাড়ী যাবার ভাতা প্রদান (বিধি ৫৭০-৫৮০ অনুযায়ী) করা। যদি অসুস্থতার কারণে তিনি কোন দিন উপস্থিত হতে না পারেন তা হলে তিনি মিনিট বইতে তা রেকর্ড করবেন। তিনি কমপক্ষে সপ্তাহে একবার সম্পূর্ণ কারাগার পরিদর্শন করবেন। তিনি দৈনিক একবার সেলে আটক বন্দীদেরকে দেখবেন।

বিধি-৭৯। ৬৪৬ বিধি অনুসরণে জেল সুপার প্রতি সপ্তাহে কমপক্ষে একটি প্যারেড আয়োজন করবেন।

বিধি-৮০। জেল সুপার নিম্নোক্ত রেকর্ড সমূহ সংরক্ষণ করবেন-

(১) বন্দীদের ভর্তির একটি রেজিষ্টার:

(২) প্রত্যেক বন্দীর মুক্তির সময়ের বর্ণনা সম্বলিত একটি বই:

(৩) কারা অপরাধের দায়ে বন্দীদেরকে আরোপিত শাস্তি অন্তভূক্তির জন্য একটি শান্তি বই:

(৪) ভিজিট কালে কারাগারের প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে ভিজিটরের কোন মতামত অন্তর্ভুক্তির জন্য একটি ভিজিটর বই 

(৫) বন্দীদের থেকে গৃহীত টাকা এবং দ্রব্যাদির একটি রেকর্ড; এবং কারা আইনের ৫৯ ধারার অধীনে প্রণীত বিধান মোতাবেক অনুরূপ অন্যান্য রেকর্ড।

বিধি-৮১। জেল সুপার কারাগারের মধ্যে তার কার্যাবলী সম্পাদন করবেন এবং প্রয়োজন না হলে জেলার, ডেপুটি জেলার এবং কারা সহকারীকে কারাগারের বাহিরে কোথাও পাঠাবেন না।

বিধি-৮২। প্রত্যেক অধস্তন কর্মকর্তা-কর্মচারীকে প্রদত্ত বিশেষত অফিসের কাজের দায়িত্ব জেল সুপার মিনিট বইতে রেকর্ড করবেন, ফলে কোন ভুল হলে তা সহজে নির্ধারণ করা যাবে। জেলা কারাগারে জেলার, ডেপুটি জেলার এবং কারা সহকারীদের মধ্যে কে কোন কাজ করবেন তার লিখিত বিবরণ থাকা প্রয়োজন।

বিধি-৮৩। জেল সুপার কারা মহাপরিদর্শকের নিকট নির্দিষ্ট সময়ে সকল বার্ষিক এবং অন্যান্য রিটার্ন প্রতিবেদন, বিল এবং ভাউচার প্রেরণ করবেন। প্রত্যেক বছর শেষে পরবর্তী ৩১ শে জানুয়ারির মধ্যে তিনি কারাগার সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন কারা মহাপরিদর্শকের নিকট পেশ করবেন। উক্ত প্রতিবেদনে বৎসরের কারা পরিসংখ্যান এবং প্রশাসন পরিচালনার কর্মকাণ্ড অন্তর্ভুক্ত হবে। তিনি রেকর্ড এবং হিসাব সংক্রান্ত বিধি-বিধান যথাযথ পদ্ধতিতে প্রতিপালন করবেন।

বিধি-৮৪। কারাগারের শৃঙ্খলার মারাত্মক অবনতি, পলায়ন, পুনঃধৃত, আত্ম- হত্যা, মৃত্যু বা দুর্ঘটনার কারণে কোন বন্দীর মারাত্মক ক্ষতি, কোন মহামারী বা অস্বাভাবিক রোগের প্রাদুর্ভাব এবং তার প্রতিকারের জন্যে গৃহীত ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে জেল সুপার কারা মহাপরিদর্শকের নিকট প্রতিবেদন প্রেরণ করবেন ।

 

 

জেল সুপার
জেল সুপার

 

বিধি-৮৫ ৷ জেল সুপার কারাগারের আয়-ব্যয়ের উপর সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখবেন। তিনি সকল বিভাগ যথাসম্ভব অর্থনৈতিক ভাবে পরিচালনা করবেন এবং তার কাছে পেশকৃত সকল দাবী এবং চাহিদা অনুমোদনের পূর্বে বা অনুমোদনের জন্যে পেশ করার পূর্বে সতর্কতার সাথে যাচাই করে দেখবেন। রেকর্ড ও রেজিষ্টার সমূহ নিয়মিত লিপিবন্ধ হচ্ছে কিনা তিনি তা নিশ্চিত করবেন। হাতে রাখা টাকা সংশ্লিষ্ট বইয়ের হিসাবের সঙ্গে মিলিয়ে দেখবেন; দৈনিক হিসাব সমূহ দৈনিক বইতে লিপিবন্ধ নিশ্চিত করবেন এবং পাওনা অনাদায় রাখবেন না ।

তিনি ক্যাশ বহিতে দৈনিক সমাপ্তি এবং ব্যালান্স মিলানো হয় কিনা তা দেখবেন এবং হাতে রাখা টাকা মাসের শেষে সকল কলামের সাথে যাচাই করে দেখবেন । { মাসের শেষ কার্য দিবসে হিসাব বন্ধ হবার পর কিংবা পরবর্তী মাসের প্রথম দিনে ব্যয় পরিশোধের আগে, তিনি নিজ হাতে নগদ টাকা গুণে দেখবেন এবং ক্যাশ বইতে তার পরিমাণ রেকর্ড করবেন এবং যাচাইয়ের প্রমাণ স্বরূপ স্বাক্ষর করবেন} । তিনি কারাগারের যে কোন প্রকার তহবিল অপচয়ের জন্যে দায়ী হবেন, যদি দেখা যায় যে এই বিধি বা প্রযোজ্য অন্য বিধি মোতাবেক তার অবহেলার জন্যে তা হয়েছে।

বিধি-৮৭। জেল সুপার প্রত্যেক ছয় মাস অন্তর ১৫ জুন এবং ১৫ ডিসেম্বরের অনতিবিলম্বে সকল ভান্ডার, মেশিনারী, যন্ত্রপাতি, কাঁচামাল তৈরী মালামাল প্রভৃতি বিস্তারিতভাবে যাচাই করবেন। ১ লা জুলাই ও ৩১ শে ডিসেম্বরের মধ্যে রিটার্ন ৫ এবং রিটার্ন ৬ এর মাধ্যমে তিনি এ সংক্রান্ত প্রতিবেদন কারা মহাপরিদর্শকের নিকট পেশ করবেন।

যে কোন ধরনের নুতন সংগ্রহ আদেশ প্রদানের আগে তিনি বর্তমান মজুত যাচাই করবেন, সে সঙ্গে অতিরিক্ত মজুত রোধ করার উদ্দেশ্যে ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করবেন। অর্ধ-বাৎসরিক যাচাইকালে তিনি সুনির্দিষ্ট ভাবে তদন্ত করে দেখবেন কোন খাতে অতিরিক্ত মজুত রয়েছে কিনা, যদি থাকে তবে নষ্ট হয়ে যাবার আগেই বিনা বিলম্বে তা নিষ্পত্তি করতে হবে।

তিনি কোন অকেজো জিনিস পত্র রয়েছে কিনা তা দেখবেন এবং সে সব নিষ্পত্তি বা অবলোপনের ব্যবস্থা করবেন। কারা মহাপরিদর্শকের অনুমোদনের জন্যে প্রেরণকালে এ ধরনের অতিরিক্ত বা অকেজো দ্রব্যের মূল্য সম্পর্কে একটি বিবরণী প্রেরণ করবেন এ ছাড়া তিনি কারাগারের অভ্যন্তরে সরকারী সম্পদ প্রতিনিয়ত পরিদর্শন করবেন।

 

google news logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বিধি-৮৮। জেল সুপার বদলি হলে, নুতন যোগদানকারী কর্মকর্তা দায়িত্ব গ্রহণ কালে ক্যাশ ব্যালান্স, স্থায়ী অগ্রিম এবং হিসাব নির্ভুল কিনা সে সম্পর্কে নিশ্চিত হবেন। ষ্টোর, মেশিনারী, রেজিষ্টার হাল নাগাদ করা আছে কিনা তা দেখে নিবেন । সাধারণ এবং উৎপাদন উভয় বিভাগের মজুত, মেশিনারী প্লান্ট প্রভৃতি রেজিষ্টারের সাথে মিলিয়ে দেখবেন এবং কারা মহাপরিদর্শকের নিকট কোন প্রতিবেদন প্রেরণ বাকী রয়েছে কিনা তা দেখবেন। এ সব সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্ব প্রদানকারী কর্মকর্তার দায় অবসান হবে না ।

আরও দেখুনঃ

Leave a Comment