জেল কোডের পরিদর্শকগণ

আজকে আমরা জেল কোডের পরিদর্শকগণ সম্পর্কে আলোচনা করবো । যা জেল কোডের অন্তর্গত।

 

জেল কোডের পরিদর্শকগণ
জেল কোডের পরিদর্শকগণ

 

জেল কোডের পরিদর্শকগণ

বিধি-৫৫। [নিম্নোক্ত কর্মকর্তাগণ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে নিয়োজিত অনুরূপ অন্যান্য কর্মকর্তাগণ পদাধিকার বলে কারাগারের পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করবেন –

(১) স্বাস্থ্য মহাপরিচালক

(২) বিভাগীয় কমিশনার

(৩) জেলা ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট

(৪) জেলা জজ

(৫) সিভিল সার্জন, এবং অধ্যক্ষ মেডিকেল কলেজ চট্টগ্রাম পার্বত্য জেলার জন্য, 

(৬) জেলা বিদ্যালয় পরিদর্শক।

নোট বিদ্যালয় সমূহের পরিদর্শক পদাধিকার বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক হবেন।

নং ৮১০ এইচ জে, তারিখ ১৮-৫-১৯৫৯ মূলে প্রতিস্থাপিত।

{ পুনরাদেশ না দেয়া পর্যন্ত সরকার জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে সংশ্লিষ্ট জেলার কারাগারের জন্যে পদাধিকার বলে পরিদর্শক নিয়োগ করেছেন। যে সকল জেলায় শিশু বিষয়ক কর্মকর্তা নেই সে সকল জেলায় উক্ত পদ সৃজন না হওয়া পর্যন্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পরিদর্শক হিসেবে অন্তর্ভূক্ত থাকবেন।}

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং স্বম: ১ম-৯৬/৯৭-জেল-১/২৩২ তারিখ ৪-৬-২০০২ মূলে সংযোজিত।

 

জেল কোডের পরিদর্শকগণ
জেল কোডের পরিদর্শকগণ

 

বিধি-৫৬। (১) দুই জন সংসদ সদস্যকে তাদের সংসদীয় আসনে বা তারা সাধারণত যে জেলায় বসবাস করেন সে জেলার প্রতিটি কেন্দ্রীয় বা জেলা কারাগারের বেসরকারী কারা পরিদর্শক নিয়োগ করা হবে। যদি সদস্য সংখ্যা অনুরূপ সংখ্যার চেয়ে বেশী হয় তবে সুবিধাজনক মেয়াদে পর্যায়ক্রমে তাদের নিয়োগ করা হবে। বিভাগীয় কমিশনারগণ উক্ত নিয়োগ প্রদান করবেন এবং তা গেজেটে প্রকাশিত হবে। যদি কোন সংসদ সদস্যের সদস্যপদ অবসান হয়ে যায় তবে বেসরকারী পরিদর্শক পদও অবসান হবে।

(২) ধনীদের কল্যাণ এবং বেসরকারী কারা পরিদর্শকের দায়িত্ব পালনে আগ্রহী এমন অন্যান্য ভদ্রলোক ও তন্ত্র মহিলাগণকেও বিভাগীয় কমিশনারগণ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারী কারা পরিদর্শক নিয়োগ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, কেন্দ্রীয় কারাগারের জন্যে ভদ্রলোকের সংখ্যা |

আট জন এবং ভদ্র মহিলার সংখ্যা চারজন পর্যন্ত, জেলা কারাগারের জন্যে ভদ্র লোকের সংখ্যা ( পাঁচ) জন এবং ভদ্র মহিলার সংখ্যা দুইজন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তাদেরকে দুই বছরের জন্য নিয়োগ করা হবে এবং বিধি ৫৭ অনুযায়ী নিয়োগ বাতিল না হলে অনুরূপ মেয়াদ শেষে যতদিন তাদের সামর্থ্য থাকে এবং তারা উক্ত পদে কাজ করতে আগ্রহী থাকেন, ততদিন পর্যন্ত পুন:নিয়োগের যোগ্য হবেন।

(৩) অকার্যকর।

টীকা-১। নং ৪৬১৮ এইচ. জে. তারিখ ১৪-১২-১৯৩৭ মূলে সংশোধিত ।

টীকা-২। নং ৩৪৪/১ এইচ, জে, তারিখ ৫-৩-১৯৫৭ মূলে প্রতিস্থাপিত। 

টীকা-৩। নং ১৮৮ এইচ.জে. তারিখ ১৩-২-১৯৫৯ মূলে নং ৩৪৪/১ এইচ,জে, তারিখ ৫-৩- ১৯৫৭ বাতিল ।

বিধি-৫৭। একজন বেসরকারী কারা পরিদর্শকের নিয়োগ বাতিল হয়ে যাবে যদি তিনি অবিরাম তিন মাস কারাগার পরিদর্শন না করেন কিংবা পরিদর্শক বোর্ডের পর পর দুইটি ত্রৈমাসিক বৈঠকে অনুপস্থিত থাকেন কিংবা অন্য কোন যুক্তি সঙ্গত কারণ থাকে।

বিধি-৫৮। স্থানীয় কর্মস্থলে বসবাসকারী সরকারী পরিদর্শকগণ এবং বেসরকারী পরিদর্শকগণ সমন্বয়ে একটি বোর্ড গঠিত হবে, জেলা ম্যাজিষ্ট্রেট পদাধিকার বলে উক্ত বোর্ডের চেয়ারম্যান হবেন। বোর্ডের চেয়ারম্যান সরকারী এবং বেসরকারী পরিদর্শকগণের সাপ্তাহিক পরিদর্শন রোষ্টার তৈরী করবেন এবং পরবর্তী সপ্তাহে যে পরিদর্শকের পরিদর্শন নির্ধারিত রয়েছে তা তাকে পত্রের মাধ্যমে জানাবেন।

বোর্ড প্রতি তিন মাসে একটি বৈঠকে মিলিত হবেন। বোর্ড কারাগারে মিলিত হবেন, সকল ভবন এবং বন্দীদেরকে পরিদর্শন করবেন, বন্দীদের অভিযোগ এবং আবেদন শুনবেন, খাবার পরিদর্শন করবেন, সেগুলো মান সম্মত কিনা যাচাই করবেন এবং শাস্তি বই দেখবেন এবং তা হালনাগাদ করা আছে কিনা নিশ্চিত হবেন।

পরিদর্শন শেষ হলে কারাগার ত্যাগ করার পূর্বে বোর্ড পরিদর্শকদের মিনিট বইতে ত্রৈমাসিক সভার কার্য বিবরণী লিপিবদ্ধ করবেন। জেল সুপার বোর্ডের কার্য বিবরণীর উপর তার মন্তব্য লিপিবদ্ধ করে কারা মহাপরিদর্শকের নিকট প্রেরণ করবেন। কারা মহাপরিদর্শক উক্ত কার্য বিবরণী তার মন্তব্যসহ, যদি থাকে সরকারের নিকট প্রেরণ করবেন। 

 

 

জেল কোডের পরিদর্শকগণ
জেল কোডের পরিদর্শকগণ

 

বিধি-৫৯। পরিদর্শকগণকে কারাগারে প্রবেশ এবং কারাগার হতে বাহির হবার সময় গেইট রেজিষ্টারে (রেজিষ্টার নম্বর ৪৬) স্বাক্ষর করতে হবে। পরিদর্শকগণের একটি তালিকা প্রত্যেক কারা ফটকের প্রবেশ পথের ভিতরে টাঙ্গিয়ে রাখতে হবে।

বিধি-৬০। পরিদর্শকগণ কারাগারের সকল বিভাগের বই. কাগজ এবং রেকর্ড দেখতে পারবেন। তবে জেল সুপার যদি মনে করেন যে কোন বেসরকারী পরিদর্শককে কোন রেকর্ড দেখানো উচিত হবে না, তা হলে তার কারণ লিপিবদ্ধকরণ পূর্বক তা দেখাতে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করতে পারেন। পরিদর্শকগণ যদি সম্ভব হয় তা হলে তাদের পরিদর্শন কালে সকল আঙিনা, ওয়ার্ড, কারখানা এবং ডিটেন্যু ও ডিভিশন।

প্রাপ্ত বন্দী আটক আছে এমন সেল ব্যতীত, সকল সেল ভিজিট করবেন, এবং ডিটেন্যু ও ডিভিশন। প্রাপ্ত বন্দী ব্যতীত সকল বন্দীকে দেখবেন। প্রাপ্ত প্রতিটি অভিযোগ সম্পর্কে বিদ্যমান নিয়ম বিধি অনুসন্ধান করে দেখবেন এবং সে সব প্রতিপালিত হচ্ছে কিনা দেখবেন। কারাগারে আগমনকালে তারা রিজার্ভ গার্ড সমাবেশ পরিদর্শন করবেন এবং রিজার্ভ গার্ড যথাযথ সংখ্যায় এবং অস্ত্র ও সরঞ্জামাদি সজ্জিত আছে কিনা দেখবেন।

বিধি-৬১। প্রত্যেক কারাগারে পরিদর্শকদের একটি মিনিট বই (রেজিষ্টার নম্বর ১) রাখতে হবে এবং প্রত্যেক সরকারী এবং বেসরকারী পরিদর্শক কর্তৃক পরিদর্শন শেষে তার সামনে তা উপস্থাপন করতে হবে। প্রত্যেক পরিদর্শক মিনিট বইতে তার পরিদর্শনের তারিখ এবং সময় উল্লেখ করবেন এবং মন্তব্য লিখবেন। মন্তব্য বাস্তব ঘটনা ভিত্তিক হবে এবং জেল সুপার বা কারা মহাপরিদর্শকের জন্যে কোন পরামর্শ থাকলে তা লিখবেন।

মন্তব্য পরিদর্শক বইয়ের বাম পৃষ্ঠায় লিখতে হবে। জেল সুপার পরিদর্শকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার গৃহীত ব্যবস্থা সম্পর্কে নোট লিপিবদ্ধ করবেন এবং কারা মহাপরিদর্শকের নিকট প্রেরণ করবেন। যখন কোন পরিদর্শক কোন বিচারাধীন বন্দীর দীর্ঘদিন আটক থাকার বিষয়ে কোন মন্তব্য লিপিবদ্ধ করবেন, তার মন্ত বোর এই অংশটুকু জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট কিংবা দায়রা আদালতে বিচারাধীন হলে জেলা জজের নিকট প্রেরণ করতে হবে। কারা মহাপরিদর্শক প্রয়োজন মনে করলে কোন পরিদর্শকের মন্তব্য সরকারের নিকট প্রেরণ করতে পারেন।

বিধি-৬২। মহিলা পরিদর্শকগণের কার্যক্রম শুধু মাত্র মহিলা বন্দী এবং মহিলা আস্তিনা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কেবল মহিলা অংশে পৌঁছানোর পথ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ব্যতীত তারা পুরুষদের অংশে যেতে পারবেন না।

বিধি-৬৩। পূর্ত, কৃষি, কল-কারখানা, শিক্ষা প্রভৃতি বিভাগের কর্মকর্তাগণ শুধুমাত্র তাদের দাপ্তরিক দায়িত্ব সম্পাদনের প্রয়োজনে কারাগারের নির্দিষ্ট এলাকায় যেতে পারবেন ।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বিধি-৬৪। পুলিশ অফিসার কর্তৃক কারাগারে রুটিন ভিজিট সংক্রান্ত বিধান ৬২৪ বিধিতে বর্ণিত আছে। উক্ত বিধির বাহিরে কারা মহাপরিদর্শক কিংবা জেলা ম্যাজিষ্ট্রেটের বিশেষ অনুমতি ব্যতীত কোন পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি কর্তৃক কোন বন্দীকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হবে না। অনুমতি জেল সুপার বা জেলারের উদ্দেশ্যে লিখিত ভাবে প্রদান করতে হবে। কোন বন্দীকে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্যে সাব-ইনস্পেক্টরের নিম্ন মর্যাদার কোন অফিসারকে অনুমতি দেয়া যাবে না।

সাক্ষাৎকার জেলার বা কারাগারের অন্য কোন দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। তবে তিনি এমন দূরত্বে থাকবেন যাতে সাক্ষাৎকারের কোন আলোচনা তার শ্রুতিগোচর না হয়। শুল্ক এবং | মাদক | সংক্রান্ত বিষয়ে কোন বন্দীকে জিজ্ঞাসাবাদ করার জন্যে উক্ত বিভাগের অনুমতি প্রাপ্ত সাব-ইনস্পেক্টরের নিম্নে নয় এমন কর্মকর্তাকে অনুমতি দেয়া যেতে পারে ।

নোট-শুল্ক গোয়েন্দা বিভাগের ইনস্পেক্টর এবং তার নিয়ন্ত্রণাধীন একজন সহকারীকে মাদক আইনে আটক বন্দীর ছবি তোলা এবং জিজ্ঞাসাবাদ করার জন্যে কারাগারে প্রবেশের অনুমতি প্রদান করা যেতে পারে। শুল্ক গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের অনুমতিক্রমে শুল্ক এবং মাদক বিষয়ক অপরাধে আটক বন্দীদের ছবি তোলার জন্যে অপরাধ তদন্ত বিভাগের ফটোগ্রাফারকে কারাগারে প্রবেশের অনুমতি দেয়া যেতে পারে।} নং- ৪৪৮২ এইচ জে তারিখ ৯-১২-১৯৩৮ মূলে সংশোধিত।

বিধি-৬৫। এই বিধি সমূহে উল্লেখিত নিয়মের বাহিরে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ব্যতীত অন্য কোন ব্যক্তিকে কারাগারে প্রবেশ করতে দেয়া হবে না, যদি জেল সুপার তার সঙ্গে না থাকেন, কিংবা তাকে জেল সুপার বা কারা মহাপরিদর্শক বা জেলা কারাগারের ক্ষেত্রে জেলা ম্যাজিষ্ট্রেট অনুমতি প্রদান না করেন।

বিধি-৬৬। সাময়িক পরিদর্শকগণের সঙ্গে কোন বন্দীর আলাপ-আলোচনা নিষেধ, এবং কারা কর্মকর্তা-কর্মচারী কর্তৃক কোন বন্দীকে তাদের সামনে উপস্থিত করানো বা তার অপরাধ সম্পর্কে তাদের কাছে বর্ণনা করা নিষেধ।

 

জেল কোডের পরিদর্শকগণ
জেল কোডের পরিদর্শকগণ

 

বিধি-৬৭। পরিদর্শকগণের স্কট রিজার্ভ গার্ড থেকে দেয়া হবে। কেন্দ্রীয় কারাগারে ৪ জন রক্ষী স্কট প্রদান করবে এবং অন্য ক্ষেত্রে ২ জন রক্ষী স্কট প্রদান করবে। পরিদর্শনকারী কর্তৃক কোন বন্দীকে জিজ্ঞাসাবাদের সময় স্কট এবং উপস্থিত কারা কর্মকর্তা-কর্মচারীকে শ্রবণ সীমার বাহিরে সরিয়ে রাখা যেতে পারে। কিন্তু কোন সরকারী বা বেসরকারী পরিদর্শককে কারাগারে স্কট ছাড়া যেতে দেয়া হবে না ।

বিধি-৬৮। জেল সুপার পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভায় উপস্থিত থাকবেন এবং বোর্ড সদস্য কর্তৃক কারাগার পরিদর্শনের সময় তাদের সঙ্গে থাকবেন । অন্য সকল ভিজিটরের সঙ্গে যদি সম্ভব হয় জেলার এবং তা না হলে ডেপুটি জেলার উপস্থিত থাকবেন এবং তাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহায়তা করবেন।

বিধি-৬৯। এই অধ্যায়ের বিধি সমূহ ছাপিয়ে প্রত্যেক সরকারী এবং বেসরকারী পরিদর্শকগণের নিকট সরবরাহ করতে হবে। এর একটি কপি সরকারী এবং বেসরকারী পরিদর্শকগণের তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহারের জন্যে কারাগারের গেইটে প্রস্তুত রাখতে হবে।

আরও দেখুনঃ

Leave a Comment