Site icon Law Gurukul [ আইন গুরুকুল ] GOLN

খতিয়ানের ৭ ভাগ

খতিয়ানের ৭ ভাগ

খতিয়ানের ৭ ভাগ

আজকে আমরা আলোচনা করবো খতিয়ানের ৭ ভাগ

 

 

খতিয়ানের ৭ ভাগ

ক্রমিক মালিকের নাম সাবেক হিস্যা বর্তমান হিস্যা
শরীফ মিয়া √৫।।// ১১ .১৪২৯
সালাউদ্দীন √৫।।// ১১ .১৪২৯
কামাল উদ্দীন √৫।।// ১১ .১৪২৯
নওয়াব আলী √৫।।// ১১ .১৪২৯
সেলিম খান √৫।।// ১১ .১৪২৮
নবী খান √৫।।// ১১ .১৪২৮
আরমান খান √৫।।// ১১ .১৪২৮

√৫।।//১২ = দুই আনা ৫গণ্ডা ২ কড়া ২ ক্রান্তি ১২ তিল ।

খতিয়ানে ভগ্নাংশ প্রযোজ্য নয় বিধায় কাউকে ১ তিল করে বাড়িয়ে দিয়ে খতিয়ান তৈরী করা হয় (উপরোক্ত নিয়মে)। তবে এর অর্থ কাউকে জমি কম বা বেশী দেয়া নয়।

 

 

  ইলেক এর ব্যবহার :

।/৫ ।।//১৩ তিল= ৫ আনা ৫ গণ্ডা ২ কড়া ২ ক্রান্তি ১৩ তিল ।

।/৬।। = ৫ আনা ৬ গণ্ডা ২ কড়া

।/১ = ৫ আনা ১ গণ্ডা

(১ = ১ গণ্ডা

।।= ২ কড়া

।।// = ২ কড়া ২ ক্রান্তি 

১৩ = ১৩ গণ্ডা

উপরে একটি ব্যাপার লক্ষ করুন। প্রথমে আনা তারপর ক্রমান্বয়ে গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এভাবে সাজানো হয়েছে। কিন্তু এ ক্রমের ব্যত্যয় ঘটলেই  (ইলেক চিহ্ন) ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সিরিয়াল ঠিক থাকলে ইলেক চিহ্ন ব্যবহার করার দরকার নেই। কিন্তু প্রথম দিক থেকে সিরিয়াল ঠিক না থাকলে ইলেক চিহ্ন ব্যবহার করতে হয় ।

উদাহরণ :

ক্রমিক মালিক অংশ দাম দাগের মধ্যে খতিয়ানের অংশ  শতাংশ
কালাম .৫০ ২৩০ ১.০০ ২০
সালাম .১৮৭ ২৩১ ১.০০ ২৫
জামাল .৩১ ২৩২ ১.০০ ১৮
      ৪২০ .৫০ ১৬
      ৪৩০ .৭৫ ৭ 

                      ৩ জন               ১.০০          ৫ দাগ                                  ৮৬ শতক

 

এখানে কালামের হিস্যা ৮ আনা, অর্থাৎ সমস্ত সম্পত্তিকে ১ ধরলে ৫০ অংশ হয়। সালামের হিস্যা ৩ আনা মানে এক টাকার ১৮৭ অংশ, জামালের হিস্যা ৫ আনা যা এক টাকার হিসাবে ৩১ পয়সা হয়।

 

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এবার মোট জমির পরিমাণ হলো ৮৬ শতক। এই ৮৬ শতককে ২ দিয়ে অংশ দ্বারা গুণ ভাগ করে {(৮৬ + ১) = ৮৬} তাকে তাদের অংশ দ্বারা গুণ করলে প্রত্যেকের জমির পরিমাণ পাওয়া যাবে।

কালাম পাবে = ৮৬ x .৫০ = ৪৩ শতক

সালাম পাবে =  ৮৬X.১৮৭ = ১৬ শতক

 জামাল পাবে = ৮৬ × .৩১ = ২৭ শতক

                            মোট = ৮৬ শতক 

ভিন্ন নিয়মে :

(৮৬ / ১৬ আনা) = ৫.৩৭৫

কালাম = ৫.৩৭৫ × ৮ = ৪৩ শতক

সালাম = ৫.৩৭৫ x ৩ = ১৬.১২৫ শতক 

জামাল = ৫.৩৭৫ × ৫ = ২৬.৮৭৫ শতক

                                  মোট = ৮৬ শতক

বিঃ দ্রঃ এখানে একক / শতকের ঘরটি লক্ষ্যণীয় ২০, ২৫, ১৮ এগুলো ১৬ আনা বলে সরাসরি ১৬ আনা বা সম্পূর্ণ বসে গেছে। কিন্তু ৪২০ নং দাগে ৮ আনা বিধায় ৩২ এর স্থলে তার অর্ধেক অর্থাৎ ১০ শতক বসেছে এবং ৪৩০ নং দাগের ৯ শতকের ১২ আনা হয় ৭ শতক ।

[১৬ আনায় যদি হয় ৯ শতক

     ১ আনায় হয়        ৯/ ১৬

১২ যদি আনায় হয় (৯*১২)/১৬

                              = ৬.৭৫ বা ৭ শতক

আরও দেখুনঃ

Exit mobile version