আজকের আলোচনার বিষয় হচ্ছে কারাগারের গেইট কিপার । যা জেল কোডের কারা কর্মকর্তা কর্মচারীর অন্তর্গত।
কারাগারের গেইট কিপার । কারা কর্মকর্তা কর্মচারী
বিধি-৩২৬। গেইট কিপার হিসেবে দু’জন জ্যেষ্ঠ কারারক্ষী দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় কারাগারের জেল সুপারগণ উত্তম লোককে গেইট কিপার হিসেবে দায়িত্ব প্রদানের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হবেন।
বিধি-৩২৭। গেইট কিপার কারাগার খোলার সময়ে ডিউটিতে আসবেন এবং দায়িত্ব হতে অব্যহতি না পাওয়া পর্যন্ত গেইটে থাকবেন। গেইট কিপারের দায়িত্ব পালনের জন্যে একটি দিনকে সুবিধামত দুই বা চার অংশে বিভক্ত করা যেতে পারে। প্রত্যেক গেইট কি-পার তার আগমন এবং প্রস্থান রেজিষ্টারে লিপিবদ্ধ করবেন।
বিধি-৩২৮। গেইট কি-পার দুটি গেইট রেজিষ্টার রাখবেন (রেজিষ্টার-২৪ এবং ২৫)। একটিতে কারাগারের ভিতরে আসা যাওয়া করেছে এমন সকল কারা কর্মকর্তা-কর্মচারী, বন্দী এবং অন্যান্যদের নাম লিখবেন। অন্যটিতে কারাগারে মালামাল প্রবেশ ও বাহির হবার তালিকা রাখবেন। তিনি লোকজন এবং মালামাল যাতায়াতের সময় রেকর্ড করবেন। তিনি নিষিদ্ধ বস্তু প্রবেশ রোধের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।
বিধি-৩২৯। তিনি নুতন বন্দীদেরকে ভর্তির জন্য জেলার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সাহায্য করবেন। তিনি গেইটের ভিতরের পরিষ্কার পচ্ছিন্নতা বজায় রাখবেন।
বিধি-৩৩০। প্রত্যেক কেন্দ্রীয় এবং জেলা কারাগারে প্রধান প্রবেশ পথে দুটি গেইট থাকবে, দুটি গেইটের মাঝে পর্যাপ্ত দূরত্ব থাকবে। প্রত্যেক গেইটের মধ্যে একটি উইকেট (ক্ষুদ্র দরজা) থাকবে।
বিধি-৩৩১। গেইট কি-পার একই সময়ে মাত্র একটি গেইট খুলবেন এবং কোন অবস্থাতেই দুটি গেইট একই সময়ে খোলা যাবে না। কোন লোক উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা বন্দী যেই হোক, প্রথম গেইট অতিক্রম করার পর গেইটটি সম্পূর্ণ ভাবে বন্ধ করে তালাবদ্ধ করতে হবে এবং তার পর দ্বিতীয় গেইট খুলতে হবে। এ কাজে অবহেলার জন্যে দায়ী গেইট কি-পারকে শাস্তি স্বরূপ প্রথমবার মাসিক বেতনের অর্ধেক কাটা হবে এবং দ্বিতীয়বার চাকরি হতে বরখাস্ত করা হবে।
বিধি-৩৩২ । প্রধান গেইটের চাবি অনুরূপ ৮ টি নকল চাবিসহ একটি তোড়ার মধ্যে রাখতে হবে এবং চেইন দিয়ে গেইট কি-পারের কোমরের মধ্যে আটকিয়ে রাখতে হবে।
বিধি-৩৩৩। গেইট কিপার চাবি ডিউটি শেষে তার নিজের কাছে রাখবেন না। জেলারের উপস্থিতিতে তিনি প্রধান কারারক্ষীর নিকট অর্পন করবেন।
বিধি-৩৩৪। কারাগারের প্রধান গেইটের ভিতরের বারান্দায় নিম্নোক্ত জিনিসপত্র থাকবে-
- একটি দেয়াল ঘড়ি
- চাবি রাখার বক্স
- ব্যবহারের জন্যে প্রস্তুত রাখার উদ্দেশ্যে বেড়ী এবং হ্যান্ডকাপ
- গেইট রেজিষ্টারের জন্যে একটি উঁচু পাটাতন এবং লেখার দ্রব্য
- পরিদর্শকদের ব্যবহারের জন্যে জেল কোডের চতুর্থ অধ্যায়ের পুনঃমুদ্রিত কপি ।

বিধি-৩৩৫। কোন বন্দী কারাগারের গেইট দিয়ে বাহির হবার সময় গেইট কিপার তাকে প্রথমে ভিতরের গেইটে নিয়ে যাবেন এবং তা লক করবেন। তারপর বন্দীর নাম, যে গ্যাং ভুক্ত সে গ্যাংয়ের নাম, যে কয়েদী রক্ষী এবং ওভারশিয়ারের অধীনে ছিল তার নাম লিখতে হবে।
বিধি-৩৩৬। যে সব বন্দী কারাগারের বাহিরে যাবে জেল সুপারের অনুমোদন ক্রমে তারা জেলার কর্তৃক বিশেষভাবে নির্বাচিত হবে। যদি গেইট কিপারের গোচরে আসে যে কোন বন্দীকে নিয়মের পরিপন্থীভাবে কারাগারের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে, তা হলে তিনি বিষয়টি বইতে নোট করবেন এবং সঙ্গে সঙ্গে জেলারকে জানাবেন, পাশাপাশিভাবে সুযোগ পাওয়া মাত্র জেল সুপারকেও জানাবেন।
বিধি-৩৩৭। কারাগারে প্রবেশের প্রাধিকারপ্রাপ্ত সকল সরকারী এবং বেসরকারী পরিদর্শকের একটি তালিকা গেইট কিপারের কাছে রাখতে হবে। তারা কারাগারের গেইটে নিজেদের পরিচয় দেয়ার সঙ্গে সঙ্গে গেইট কিপার তাদেরকে প্রবেশ করতে দিবেন।
বিধি-৩৩৮। যাদের নাম সরকারী এবং নিয়োগকৃত পরিদর্শকের তালিকায় অন্তর্ভুক্ত আছে এবং জেল সুপারের বিশেষ আদেশে যাদেরকে তল্লাশী হতে অব্যাহতি দেয়া হয়েছে তাদেরকে ছাড়া অন্য সকল ব্যক্তিকে কারাগারে প্রবেশ করার সময় ও কারাগার হতে বাহির হবার সময় দেহ তল্লাশী করার জন্য গেইট কিপার ক্ষমতা প্রাপ্ত।
সকল সরকারী এবং বেসরকারী পরিদর্শক এবং প্রধান কারারক্ষীসহ কারাগারের উর্ধ্বতন কর্মকর্তাগণ সাধারণত তল্লাশী হতে অব্যাহতি প্রাপ্ত বলে গণ্য হবেন। যদি গেইট কিপারের কাছে সন্দেহ হয় যে, তল্লাশী হতে অব্যাহতি প্রাপ্ত কোন ব্যক্তি আপত্তিকর কিছু বহন করছেন, তবে তিনি তাকে উভয় গেইটের মধ্যবর্তী স্থানে আটকাবেন এবং তাৎক্ষণিক ভাবে জেলারকে সংবাদ জানাবেন। জেলার উক্ত ব্যক্তিকে তল্লাশী করবেন।
এরূপ তল্লাশী কোন বন্দী বা অন্য পরিদর্শকের সামনে করা যাবে না। তল্লাশী সংক্রান্ত এ সব বিধান মূল গেইটের সামনে সাধারণের অবগতির জন্যে টাঙিয়ে রাখতে হবে। গেইট কিপার গেইট দিয়ে যাতায়াতকারী সকল বন্দীকে তল্লাশী করবেন।
যদি গেইট দিয়ে যাতায়াতকারী বন্দীর সংখ্যা বা বাহির কাজে যাবার এবং ফিরে আসার সময় বন্দী সংখ্যা বেশী হয় তবে জেলার গেইট কিপারকে তল্লাশী কাজে সাহায্য করার জন্যে সে সময় অতিরিক্ত কারারক্ষী নিয়োগ করতে পারবেন। তল্লাশী কালে আপত্তিকর কিছু পাওয়া গেলে তা জেলারকে জানাতে হবে।
বিধি-৩৩৯। কারাগারের গেইটের অভ্যন্তরে কোন কুকুর প্রবেশ করতে দেয়া হবে না। এই বিধি বাধ্যতামূলক, সরকারী বা বেসরকারী পরিদর্শকদের কিংবা কারাগারের কোন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কোন কুকুর থাকলে সে ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও দেখুনঃ