জেল কোড অনুযায়ী কয়েদী নৈশ প্রহরী

আজকের আলোচনার বিষয় কয়েদী নৈশ প্রহরী

 

কয়েদী নৈশ প্রহরী

 

কয়েদী নৈশ প্রহরী । জেল কোড

বিধি-৪০৩। যেখানে কারারক্ষীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম সেখানে কারা মহাপরিদর্শকের অনুমোদনক্রমে ওভারশিয়ারদেরকে নৈশ প্রহরী হিসেবে নিয়োগ করা যাবে।

বিধি-৪০৪ । কারা মহাপরিদর্শক কর্তৃক কোন কয়েদী ওভারশিয়ারকে নৈশ প্রহরী হিসেবে নিয়োগ করা যাবে, শর্ত থাকে যে-

(ক) যদি সে তিন মাস মেয়াদ ওভারশিয়ার হিসেবে কাজ করে থাকে;

খ) যদি সে চন্ডাল,বার্মিজ প্রভৃতি পলায়ন প্রবৃত্তি সম্পন্ন গোষ্ঠির লোক না হয়, স্থায়ী নিবাসহীন এবং অজ্ঞাত দলের লোক না হয় এবং তার বাড়ী সীমান্তের কাছাকাছি না হয়;

(গ) যদি তার প্রাক-পরিচিতি বিধি ৪০৮ অনুসারে যাচাই করা হয়ে থাকে।

 

কয়েদী নৈশ প্রহরী

 

বিধি-৪০৫। কোন কয়েদী ওভারশিয়ারকে নৈশ প্রহরী পদে নিয়োগের অনুমোদনের উদ্দেশ্যে ৯ নম্বর জেল ফরমে কারা মহাপরিদর্শকের নিকট প্রস্তাব প্রেরণ করতে হবে।

বিধি-৪০৬। নৈশ প্রহরীর কাজ হবে কারারক্ষী এবং কয়েদী রক্ষীদেরকে রাতের বেলা ওয়ার্ড টহলের দায়িত্ব পালন কালে সাহায্য করা। দিনের বেলায় তারা কয়েদী ওভারশিয়ারের সাধারণ দায়িত্ব পালন করবে।

 

google news logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বিধি-৪০৭। তারা কয়েদী ওভারশিয়ারদের অনুরূপ পোশাক পরিধান করবে, তবে তাদেরকে মাসে ৬ দিনের পরিবর্তে ৭ দিন রেয়াত সুবিধা দেয়া হবে ।

আরও দেখুনঃ

Leave a Comment