আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিঘা কাঠার সূত্রাবলী
Table of Contents
বিঘা কাঠার সূত্রাবলী
১ বিঘা = ৮০ হাত
১ বিঘা = ৮০ X ৮০ = ৬৪০০ বর্গহাত।
বর্গহাত হিসাবে বিঘা কাঠার সূত্র :
বিঘা কাঠার সাধারণ সূত্র :
৪ কাক = ১ কড়া
৪ কড়া = ১ গণ্ডা
২০ গণ্ডা = ১ ছটাক
১৬ ছটাক = ১ কাঠা
২০ কাঠা = ১ বিঘা
বিঘা কাঠার রৈখিক পরিমাপের সূত্র :
বর্গলিংক হিসাবে বিঘা কাঠার সূত্র :

বর্গফুট হিসাবে বিঘা কাঠার সুত্র :
বর্গগজ হিসাবে বিঘা কাঠার সূত্র :
বর্গমিটার হিসাবে বিঘা কাঠার সূত্র :
এক নজরে বিঘা কাঠার সূত্র :
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৩৩ শতক
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট
১ বিঘা = ১৩৩৮ বর্গফুট
১ বিঘা = ৮০ হাত।
১ বিঘা = ১৬ গণ্ডা ২ কড়া ২ ক্রান্তি ।
সমস্যা ও সমাধান :
সমস্যা : কোন শহরের দৈর্ঘ্য ২০ মাইল, প্রস্থ ১২ মাইল, শহরের আয়তন একরে প্রকাশ করুন।
সমাধান:
শহরের দৈর্ঘ্য ২০ মাইল,
শহরের প্রস্থ ১২ মাইল
শহরের ক্ষেত্রফল
= ২০ মাইল × ১২ মাইল
= ২৪০ বর্গমাইল।
আমরা জানি,
১ বর্গমাইল = ৬৪০ একর
২৪০ বর্গমাইল = ৬৪০ X ২৪০ একর = ১,৫৩,৬০০ একর।
নির্ণেয় ১,৫৩,৬০০ একর (উত্তর)।

সমস্যা : আয়তকার কোন জমির দৈর্ঘ্য ২৬ নল ৪ হাত, প্রস্থ ২১ নল ৫ হাত, ৮ হাতি নলের মাপে কাচ্চা কানিতে জমির পরিমাণ বুঝিয়ে দিন ।
সমাধান : প্রশ্নানুসারে
দৈর্ঘ্য = {( ২৬ নল x ৮) + ৪ হাত}
= (২০৮ + ৪) হাত
= ২১২ হাত
প্রস্থ= { (২১ নল x ৮) + ৫}
= (১৬৮ + ৫) = ১৭৩ হাত
জমির ক্ষেত্রফল = (২১২ × ১৭৩) হাত = ৩৬,৬৭৬ বর্গহাত
আরও দেখুনঃ