তারেক-জোবায়দার বিচার শুরু | সারা সপ্তাহের খবর 

তারেক-জোবায়দার বিচার শুরু

তারেক-জোবায়দার বিচার শুরু -খবর দিয়ে শুরু করছি আইন গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

রমনায় বোমা হামলার মামলা এখনো হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায়

২২ বছর আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়। দুটির মধ্যে হত্যা মামলায় ২০১৪ সালে বিচারিক আদালতের রায় হয়। রায়ের ৯ বছর পেরোলেও দ্বিতীয় ধাপে মামলাটি এখনো হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায়। হত্যা মামলায় আট আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল হাইকোর্টের কয়েকটি বেঞ্চের কার্যতালিকায় উঠেছিল। কিন্তু শুনানি শেষ হয়ে মামলাটির নিষ্পত্তি হয়নি।

তারেক-জোবায়দার বিচার শুরু

 

তারেক-জোবায়দার বিচার শুরু | সারা সপ্তাহের খবর 

 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বৃহস্পতিবার এই আদেশ দেন। এর মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো। মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ১৬ মে তারিখ ধার্য করেছেন আদালত। 

৫০ কোটি ডলারের মামলা ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাঁর একসময়ের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন। ট্রাম্প বলেছেন, মক্কেলের সর্বোত্তম স্বার্থে কাজ করার ক্ষেত্রে আইনজীবী (অ্যাটর্নি) হিসেবে কোহেন তাঁর দায়িত্বের খেলাপ করেছেন। সাম্প্রতিক সময়ে কোহেনের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের আক্রমণ বেড়েছে। এর মধ্যে তাঁর বিরুদ্ধে ১৩ এপ্রিল বুধবার মামলা ঠুকলেন ট্রাম্প।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ শাহারিয়ার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির।

সাক্ষ্য দিতে এসে কাঁদলেন বাবুল আক্তারের শ্বশুর

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতে কাঁদলেন তাঁর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। তিনি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের শ্বশুর। ০৯ রবিবার  রোববার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসীম উদ্দিনের আদালতে মাহমুদা খানম (বাবুলের স্ত্রী) হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় মোশাররফ হোসেনকে কাঁদতে দেখা যায়। সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, বাবুল এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত

 

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নাজেহাল করা হচ্ছে | সারা সপ্তাহের খবর 

 

ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় পুলিশের করা মামলায় ভবনমালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আগামী ৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।  সোহেল রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে ০৯ এপ্রিল রোববার চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন।

ডিআইজি মিজানের সম্পদের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

বৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা।

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে তিনজনের সাক্ষ্য

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে তিনজন সাক্ষ্য দিয়েছেন।  বুধবার (১২ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তারা সাক্ষ্য দেন।

আরও পড়ুনঃ

Leave a Comment