ডিজিটাল নিরাপত্তা আইন এর নামে নাজেহাল করা হচ্ছে: জেড আই খান খবর দিয়ে শুরু করছি আইন গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
ডিজিটাল নিরাপত্তা আইন এর নামে নাজেহাল করা হচ্ছে | সারা সপ্তাহের খবর
সাবেক মেয়র জাহাঙ্গীরের করা রিটের ওপর রায় আবার পিছিয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিটের ওপর রায় ঘোষণা আবারও পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের হলফনামা দাখিলের পর মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২ মে পরবর্তী তারিখ রেখেছেন।
সৌদিতে রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। একটি মানবাধিকার গোষ্ঠী গতকাল সোমবার বলেছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম রমজানে কারও মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজানের পঞ্চম দিন গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২১ বছর আগের ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২১ বছর আগের একটি ধর্ষণ মামলায় রাজা হোসেন (৩৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
নর্থ সাউথের শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রিমান্ডে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কাভার্ড ভ্যানের চালক শামীমকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক শওকত আকবর।
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নাজেহাল করা হচ্ছে: জেড আই খান
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষকে নাজেহাল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুনের বিরুদ্ধে বিরোধিতা আগেও করেছি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও তাতে হয়রানি করা বন্ধ করতে হবে।’
মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
বরগুনায় এক মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পৃথক অপরাধে মো. কামাল খান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় দণ্ড একই সঙ্গে চলবে।
রানা প্লাজার রানার হাইকোর্টে জামিন, মুক্তিতে বাধা নেই
২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
শিশুপুত্রকে হত্যার দায়ের মায়ের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে নিজের তিন বছর তিন মাস বয়সী আয়ানুর রহমান আয়ানকে গলাকেটে হত্যার দায়ে মা সাবিনা ইয়াছমিন শিল্পীকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ