কারা আইন প্রাথমিক ১

কারা আইন প্রাথমিক ১

আজকে আমাদের আলোচনার বিষয় কারা আইন প্রাথমিক ১

কারা আইন প্রাথমিক ১

 

কারা আইন প্রাথমিক ১

 

কারাগার সংক্রান্ত আইন সংশোধনের নিমিত্ত একটি আইন। যেহেতু বাংলাদেশের কারাগার সংক্রান্ত আইনসমূহ সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, এবং কারাগারগুলি নিয়ন্ত্রণের জন্য বিধি প্রণয়ন আবশ্যক; সেহেতু নিম্নরূপ আইন করা হইল :-

১। শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন।-

           (১) এই আইন কারা আইন, ১৮৯৪ নামে অভিহিত হইবে ।

          (২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে ।

          (৩) ইহা ১৮৯৪ সালের জুলাই মাসের প্রথম তারিখ হইতে বলবৎ হইবে ।

          (৪) বাতিল ।

২ । বাতিল।

 

google news logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৩। সংজ্ঞাসমূহ।- এই আইনে-

      (১) “কারাগার” অর্থ কোন জেলখানা বা স্থান যাহা স্থায়ী বা সাময়িক ভাবে সরকারের সাধারণ বা বিশেষ আদেশে বন্দীদের আটক রাখিবার জন্য ব্যবহৃত হয়, এবং এই উদ্দেশ্যে ইহার অংশ স্বরূপ ব্যবহৃত সকল সকল জমি এবং স্থাপনাও অন্তর্ভুক্ত হইবে, কিন্তু অন্তর্ভুক্ত হইবে না- 

(ক) কেবল মাত্র পুলিশের হেফাজতে বন্দীদের আটকের জন্য কোন স্থান;

(খ) কোন স্থান, যাহা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫৪১ ধারার অধীনে সরকারের বিশেষ আদেশে স্থাপিত; বা

(গ) কোন স্থান, যাহা সরকারের সাধারণ বা বিশেষ আদেশে সাব-সিডিয়ারী জেল হিসেবে ঘোষিত হইবে; 

        (২) ‘ফৌজদারি বন্দী’ অর্থ কোন আদালত বা ফৌজদারি কর্তৃত্ব সম্পন্ন কর্তৃপক্ষের কোন রীট, ওয়ারেন্ট বা আদেশে বা কোর্ট মার্শালের আদেশে যথাযথভাবে আটক কোন বন্দী; 

        (৩) ‘সাজাপ্রাপ্ত ফৌজদারি বন্দী’ অর্থ কোন আদালত বা কোর্ট মার্শাল কর্তৃক সাজা প্রাপ্ত কোন ফৌজদারি বন্দী, এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর অষ্টম অধ্যায়ের বিধানের অধীনে, বা, ১৯০০ সালের বন্দী আইনের অধীনে কারাগরে আটক কোন বন্দী।

        (৪) ‘সিভিল বন্দী’ অর্থ কোন বন্দী যে ফৌজদারি বন্দী নয়; 

        (৫) ‘রেয়াত ব্যবস্থা’ অর্থ চলমান সময়ে কার্যকর বিধান অনুযায়ী কারাগারে আটক বন্দীদের দণ্ডের মেয়াদ হ্রাস করিবার ব্যবস্থা;

        (৬) ‘হিস্ট্রি – টিকেট’ অর্থ এই আইনে বা এই আইনের অধীনে প্রণীত বিধানের চাহিদা মতে প্রত্যেক বন্দীর তথ্যাদি প্রদর্শন করে এমন টিকেট;

        (৭) ‘মহাপরিদর্শক’ অর্থ কারাগার সমূহের মহাপরিদর্শক;  

 

কারা আইন প্রাথমিক ১

 

        (৮) ‘মেডিকেল অধস্তন’ অর্থ একজন সহকারী সার্জন, ঔষধ প্রস্তুত কারী বা যোগ্যতা সম্পন্ন হাসপাতাল সহকারী; এবং 

        (৯) ‘নিষিদ্ধ দ্রব্য 9 অর্থ কোন দ্রব্য যা কারাগারের ভিতরে প্রবেশ করানো অথবা কারাগার হইতে বাহির করা এই আইনের অধীনে যে কোন বিধিতে নিষেধ ।

আরও দেখুনঃ

Leave a Comment