Site icon Law Gurukul [ আইন গুরুকুল ] GOLN

এক নজরে বিঘা কাঠা, একর, শতক সূত্র

এক নজরে বিঘা কাঠা, একর, শতক সূত্র

এক নজরে বিঘা কাঠা, একর, শতক সূত্র দেখে নেব আজ। ভূমি বা জমাজমি পরিমাপের ক্ষেত্রে আপনাকে কিছু সূত্র অবশ্যই জানতে হবে। যদি আপনি জমি পরিমাপ নাও শিখতে চান বেসিক সূত্র জানতেই হবে কারণ কিছু না কিছু জমি আপনার আছেই, কেউ যেন আপনাকে ঠকাতে না পারে তাই বেসিক সূত্র জেনে নিন।

 

এক নজরে বিঘা কাঠা, একর, শতক সূত্র

 

 

বর্গমিটার হিসাবে একর শতকের সূত্র:

১ চেইন = ২০.১২ মিটার ১০ বর্গচেইন বা ১ একর = ২০১.২x২০.১২ = ৪০৪৭ বর্গমিটার।
১ একর বা ১০০ শতক = ৪০৪৭ বর্গমিটার।
১ শতক = ৪০.৪৭ বর্গমিটার।

বিঘা কাঠার সূত্রাবলি :

১ বিঘা = ৮০ হাত
১ বিঘা = ৮০x৮০ = ৬৪০০ বর্গহাত।

 

এক নজরে বিঘা কাঠার সূত্র :

১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৩৩ শতক ৪ = তা ১ ০
১ বিঘা। = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৩৩৮ বর্গমিটার।
১ বিঘা = ৬৪০০ গণ্ডা।

বর্গহাত হিসাবে বিঘা কাঠার সূত্র :

১ বিঘা বা ২০ কাঠা = ৬৪০০ বর্গহাত
১ কাঠা বা ১৬ ছটাক = ৩২০ বর্গহাত
১ ছটাক = ০.২০ বর্গহাত।

 

বিঘা কাঠার সাধারণ সূত্র :

৪ কাক = ১ কড়া
৪ কড়া = ১ গণ্ডা
২০ গণ্ডা = ১ ছটাক
১৬ ছটাকা = ১ কাঠা
২০ কাঠা = ১ বিঘা
১ বিঘা = ১০২৪০০ কাক

 

বিঘা কাঠার রৈখিক পরিমাপের সূত্র:

১ বিঘা বা ২০ কাঠা
১ কাঠা বা ১৬ ছটাক = ৪ হাত
১ ছটাক বা ২০ গণ্ডা =০.২৫ হাত
১ গণ্ডা বা ৪ কড়া = ০.০১২৫ হাত
১ কড়া বা ৪ কাক = ০.০০৩১ হাত
১ কাক = ০.০০০৭ হাত।

 

বৰ্গলিংক হিসাবে বিঘা কাঠার সূত্র:

১ বিঘা বা ২০ কাঠা = ৩৩০০০ বর্গলিংক।
১ কাঠা বা ১৬ ছটাক = ১৬৫০ বর্গলিংক
১ ছটাক = ১০৩.১২৫ বর্গলিংক

 

 

বর্গফুট হিসাবে বিঘা কাঠার সূত্র:

১ বিঘা বা ২০ কাঠা = ১৪,৪০০ বর্গফুট
১ কাঠা বা ১৬ ছটাক = ৭২০ বর্গফুট
১ ছটাক = ৪৫ বর্গফুট।

 

বর্গগজ হিসাবে বিঘা কাঠার সূত্র:

১ বিঘা বা ২০ কাঠা = ১৬০০ বর্গগজ
১ কাঠা বা ১৬ ছটাক = ৮০ বর্গগজ
১ ছটাক = ৫ বর্গগজ।

 

বর্গমিটার হিসাবে বিঘা কাঠার সূত্র:

১ বিঘা বা ২০ কাঠা = ১৩৩৮ বর্গমিটার
১ কাঠা বা ১৬ ছটাক = ৬৬.৯ বর্গমিটার।
১ ছটাক = ৪.১৮ বর্গমিটার।

 

এয়র হেক্টরের সূত্র :

১ হেক্টর =১০০০০ বর্গ মিটার।
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ।
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর= ৭.৪৭ বিঘা
১ হেক্টর = ১০০ এয়র
১ এয়র = ২৪.৯ বিঘা (প্রায়)
১ মিটার = ৩৯.৩৮ ইঞ্চি = ৩.২৮ ইঞ্চি , = ১ মিটার =১.০৯ গজG

 

এই সূত্রগুলো জমির হিসেব করতে গেলে আপনার কাজে লাগবে।

 

আরও দেখুন:

Exit mobile version